বর্তমানে তারুণ্যের দৈনন্দিন জীবনের সঙ্গী হয়ে উঠেছে রেডিও জকি। অনেক বন্ধুর সাথে যেমন একদিন দেখা বা কথা না হলে খারাপ লাগে, তেমনি পছন্দের কোনো রেডিও জকির অনুষ্ঠান একদিন না শুনলেও মনটা খুঁতখুঁত করে অনেকেরই। এমন জনপ্রিয় একজন রেডিও জকি হয়ে তাই গড়ে তুলতে পারেন আপনার ক্যারিয়ারও।
►বর্তমানে আরজে'দের বেতনও বেশ ভাল।
শুদ্ধ বাংলা চর্চার মধ্য দিয়ে বিকশিত করুন আপনার ব্যক্তিত্বের সৌন্দর্যকে। কেননা শুদ্ধ বাংলায় কথা বলা একটি শিল্পও বটে।
কথা বলা সংক্রান্ত যে কোনো পেশা যেমন সংবাদ উপস্থাপনা, অনুষ্ঠান উপস্থাপনা, রেডিও জকি, আবৃত্তি, কণ্ঠ অভিনয়, টেলিভিশন ও রেডিও রিপোর্টিং, বক্তৃতা, বিতর্ক, গান, কল সেন্টারে চাকরী, হেল্প ডেস্কে চাকরী, কাস্টমার কেয়ারে চাকরী, বিক্রয় প্রতিনিধি, আইনপেশা, শিক্ষকতা, মার্কেটিং, অনলাইন অডিও-ভিডিও কনটেন্ট নির্মাণ, অনলাইন লাইভ অনুষ্ঠান ও ব্যবসার ক্ষেত্রে শুদ্ধ বাংলা অত্যন্ত গুরুত্বপূর্ণ । পেশাগত উৎকর্ষতা অর্জনে এই কর্মশালা হতে পারে আপনার জীবন বদলে দেওয়ার হাতিয়ার।
নানন্দিকতার এই গতিধারায় বাংলাদেশ ইনস্টিটিউট অব আরজে এ্যান্ড নিউজ প্রেজেন্টেশন একাডেমী আছে আপনারই পাশে।
রেডিও জকিঃ
আরজে অরন্য (ক্যাপিটাল এফএম)
আরজে আল নাহিয়ান
আরজে রাজভি(জাগো এফএম)
নাফিজ রেদওয়ান শান্ত(ক্যাপিটাল এফএম)
আরজে মৌ
আরজে নিতুল(এবিসি রেডিও)
আরজে সমৃদ্ধি (রেডিও একাত্তর)
আরজে রেদওয়ান(রেডিও টুডে)
আরজে আরিফ(রেডিও টুডে)
আরজে সাদাত(রেডিও ধ্বনি)
আরজে অহনা(রেডিও টুডে)
ভিডিও লিংকঃ https://www.facebook.com/academy.window/videos/1495050590958621
Meet Your Teacher
Related Courses
No courses found!